Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

এবার গাঁজা দিয়ে করোনার ওষুধ তৈরির চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২০, ০৬:৩১ এএম


এবার গাঁজা দিয়ে করোনার ওষুধ তৈরির চেষ্টা!

প্রাণঘাতি করোনাভাইরাসের মোকাবেলায় এবার গাঁজা দিয়ে ওষুধ তৈরির চেষ্টা করছেন জ্যামাইকান বিজ্ঞানি ডা. হেনরি লোয়ে।

এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সেই ওষুধ করোনাভাইরাসে আক্রান্তদের দিয়েছেন তিনি। তারপর অনেকের মধ্যেই ওষুধটির ইতিবাচক প্রভাব দেখেছেন।

এর আগে গাঁজা থেকে ক্যান্সার ও অন্যান্য রোগের ওষুধ তৈরির বিষয়ে বিভিন্ন গবেষণার জন্য সারাবিশ্বে পরিচিত নাম লোয়ে।

এবার তিনি করোনা চিকিৎসার জন্য ওষুধ তৈরির চেষ্টা করছেন গাঁজা থেকেই।

তবে গণমাধ্যম বিজনেস অবজারভার গতকাল মঙ্গলবার তার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখনো এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাই না। কয়েক সপ্তাহের পর এ বিষয়ে বলতে পারব।

বিজনেস অবজারভারের সাংবাদিক এ ব্যাপারে অনুসন্ধান করে জেনেছেন, হেনরি লোয়ের প্রতিষ্ঠান বায়ো-টেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট লিমিটেড এবং তাদের অন্য সহযোগীরা মিলে এরই মধ্যে করোনা চিকিৎসার ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে ওষুধটির পরীক্ষা চালানো হয়েছে এবং করোনা চিকিৎসায় কাজে দিচ্ছে সেই ওষুধ।

এর আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে দাবি করছেন।

নতুন করোনাভাইরাসের চিকিৎসায় একটি কার্যকরী ভ্যাকসিন পেয়ে গেছেন বলে বিজ্ঞানীদের বিশ্বাস।

তাদের দাবি, ইঁদুরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের পর অ্যান্টিবডি তৈরি হয়েছে।

সূত্র : বিজনেস অবজারভার, জ্যামাইকা অবজারভার

আমারসংবাদ/এআই