Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

ভ্যাকসিন আবিষ্কারে সফলতা পেল আরো এক মার্কিন কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২, ২০২০, ০৪:৪৮ এএম


ভ্যাকসিন আবিষ্কারে সফলতা পেল আরো এক মার্কিন কোম্পানি

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে প্রায় সারাবিশ্বে। সারাবিশ্ব যখন করোনাভাইরাসের আঘাতে কুপোকাত, জীবন বাঁচাতে একটি ভ্যাকসিনের জন্য অপেক্ষার প্রহর গুনছে তখনই সুসংবাদ দিয়েছে এক মার্কিন কোম্পানি।

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে দারুণ সফলতা পেয়েছেন মার্কিন বায়োটেক কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালের গবেষকরা।

ইতোমধ্যে তাদের তৈরি করা ভ্যাকসিনমানবদেহে পরীক্ষা চালানো হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনের কারণে ৩৬ জনের মধ্যে ৩৪ জনের দেহেই করোনার বিরুদ্ধে এন্টিবডি গঠিত হয়েছে। ভ্যাকসিন তৈরিতে আগে থেকেই এগিয়ে আছে আরেক মার্কিন প্রতিষ্ঠান মডার্না।

তবে তারা তাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। কিন্তু পরীক্ষা সফল হয়েছে দাবি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে দ্রুত তাদের শেয়ারের দাম বেড়ে যায়।

এভাবে শেয়ারের দাম বাড়ানো নিয়ে প্রতিষ্ঠানটির ব্যাপক সমালোচনাও হচ্ছে।

আমারসংবাদ/এআই