Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ভৈরবে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক

জামাল মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ)

জুন ১৯, ২০১৯, ০৪:৪৩ পিএম


ভৈরবে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক

ভৈরবে ডাকাতির প্রস্তুতি কালে চার ডাকাতকে আটক করেছে ভৈরব থানা পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আজ বুধবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে ।

ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সম্ভুপর পাক্কারমাথা এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সম্ভুপুর পাক্কারমাথা এলাকার সেন্টু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), নাজির হোসেন মিয়ার ছেলে ইসমাইল মিয়া ওরফে বুড়া, আব্দুল হাই মিয়ার ছেলে রাসেল (২১) ও মৃত গোলাপ মিয়ার ছেলে বাবু (২০)।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানায়, গতকাল রাতে এলাকাবাসির মাধ্যমে জানতে পারে সম্ভুপুর পাক্কার মাথা এলাকায় যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে কয়েকজন যুবক জড়ো হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসির সহযোগিতায় ভৈরব থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান রাসেল ও মোঃ আমজাদ হোসেন চার জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্তিতি টের পেয়ে তাদের অন্য সহযোগিরা পালিয়ে যায়। ডাকাতি করতে তাদের সাথে থাকা ধারালো ছুরি ঘটনাস্থলের অদুরে একটি পুকুরে ফেলে দিয়েছে বলে তারা পুলিশকে জানায়।

আটককৃতরা ওই এলাকায় বিভিন্ন যানবাহনে একাধিকবার ডাকাতি করেছে বলেও পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা পুলিশ মামলা দায়ের কওে জেল হাজতে প্রেরণ করেছে।

এমআর