Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

এটা মাদক ব্যবসায়ীর বাড়ি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৪:৫৮ এএম


এটা মাদক ব্যবসায়ীর বাড়ি

ফেনীতে মাদক বিক্রেতার বাড়ি চিহ্নিত করণের কাজ শুরু করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেলার পরশুরামে এক ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ী’ লিখে চিহ্নিত করা হয়েছে।

সীমান্তরক্ষী এ বাহিনীর হাতে কোনো ধরনের মাদক বিক্রেতা কিংবা মাদকসেবী গ্রেপ্তার হলেই তার বাড়িতে নতুন নামকরণের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হবে।

আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক নির্মূলে ব্যতিক্রমী এ কার্যক্রম শুরু করেছে বিজিবি।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাহিদুজ্জামান জানান, পরশুরাম পৌরসভার বাউরখুমা এলাকায় একটি টিনশেডের ঘর।

সড়কের পাশে টিনের সীমানাপ্রাচীর। ওই বাড়িটি মৃত নজরুর ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩৫)। মাদক বিক্রি করাই তার নেশা-পেশা।

গত বুধবার দুবলাচাঁদ গ্রাম থেকে ২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে বিজিবির টহল দল।

পরে শুক্রবার তার বাড়িতে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লিখে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ফেনীর সীমান্তবর্তী সদর উপজেলার ধর্মপুর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া ছাড়াও ফেনী শহরের মাদক বিক্রেতাদের তালিকা করা হয়েছে।

এসব ব্যবসায়ীর বাড়িও শনাক্ত করা হয়েছে। এখন থেকে বিজিবির হাতে মাদক বিক্রেতা গ্রেপ্তারর হলেই তার বাড়ি চিহ্নিত করে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ী’ নামকরণ করা হবে।

এমএআই