Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

আসছে ভারতের পেঁয়াজ

হিলি প্রতিনিধি

অক্টোবর ৫, ২০১৯, ০৭:০৮ এএম


আসছে ভারতের পেঁয়াজ

সীমান্তে আটকে থাকা পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। ফলে শুক্রবার (৪ অক্টোবর) ছুটির দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজভর্তি ভারতীয় ট্রাক বাংলাদেশে আসা শুরু করেছে।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সনজিৎ মজুমদার বলেন, সম্প্রতি ভারতের কয়েকটি রাজ্যে ব্যাপক বন্যায় পেঁয়াজের আবাদ ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশটিতে পেঁয়াজ সংকটের কারণে দাম কয়েক গুণ বেড়ে যায়। অভ্যন্তরীণ মজুদ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়।

এ অবস্থায় সীমান্তের ওপারে প্রায় ৬০টি ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আটকে থাকায় বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করেন। অবশেষে পাঁচদিন পর পূর্বের এলসি করা পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানির অনুমতি দেয়া হয়।

ব্যবসায়ীরা বলেন, কয়েক দিন ধরে পেঁয়াজের বস্তা ট্রাকে বাঁধা অবস্থায় ছিল। এতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

জেডআই