Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে শেকৃবির শিক্ষার্থীরা

মো. মমিন সরকার, শেকৃবি

এপ্রিল ৬, ২০২০, ১০:০৪ এএম


খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে শেকৃবির শিক্ষার্থীরা

করোনা মহামারীতে চলমান লকডাউনে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন অায়ের মানুষ। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দুইধাপে ২২৫ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার ( ৬ এপ্রিল) দ্বিতীয়ধাপে ক্যাম্পাস সংলগ্ন নিম্ন আয়ের ১২৫ পরিবারকে খাবার সামগ্রী প্রদান করা হয়।

৭৪ ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম তারেক বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এ উদ্যোগ নিতে পেরেছি। গত ২৬ মার্চ আমরা ১০০ পরিবারকে চাল, ডাল,আলু, পেঁয়াজ, তেল,সাবান, লবণ দিয়ে সহযোগিতা করেছি। আজকেও (৬ এপ্রিল) সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরও বলেন, গত ২ এপ্রিল ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রায় ১৯০ জনকে একবেলার খাবার পৌঁছে দিয়েছি। খাদ্য সামগ্রী কেনার জন্য ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের অনেকে টাকা পাঠিয়েছেন। সর্বাত্মক সহযোগিতা করার জন্য সুদীপ্ত মন্ডল, আবু নোমান সায়েম , জাকিরুল ইসলাম অপু, শাখাওয়াত হোসাইন, তারেক, ফরহাদ, প্রভাষক মীর মোহাম্মদ আলীসহ সকলকে ধন্যবাদ জানান তিনি।

আমারসংবাদ/এমআর