Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

হুমায়ূনের বাসভবনে আগুন, যা ঘটলো

বিনোদন প্রতিবেদক

মে ৩, ২০২০, ১০:৪৬ এএম


হুমায়ূনের বাসভবনে আগুন, যা ঘটলো

জনপ্রিয় কথাসাহিত্যিক, নন্দিত লেখক ও বিশিষ্ট নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসভবন ‘দখিন হাওয়া’র তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন নিজেই জানিয়েছেন এই তথ্য। তিনি জানান, রোববার (৩ মে) সকালে ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগলে তারা ছাদে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বাড়ির লোকজন।

শাওন বলেন, ‌বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আমরা নিচে নামতে পারছিলাম না। ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদে আছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, সকাল ৮টা ৩৩ মিনিটে ফোনে আগুন লাগার সংবাদ পাই। তখনই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে বাড়ির লোকজন মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গিয়ে কোনো আগুন দেখতে পাইনি। আর কেউ হতাহত হয়নি।

২০১২ সালে হুমায়ূন আহমেদের মৃত্যুর পরও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন নিষাদ ও নিনিতের মা শাওন।

আমারসংবাদ/জেডআই