Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

স্পেনে এক রাতে ৮৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২০, ০২:২৪ পিএম


স্পেনে এক রাতে ৮৩৮ জনের মৃত্যু

 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে স্পেনে এক রাতের মধ্যেই ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রেকর্ড এ মৃত্যুসহ শনিবার (২৮ মার্চ) পর্যন্ত ইউরোপের এ দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৬ হাজার ৫২৮ এ পৌঁছেছে। করোনাভাইরাসে মৃতের সংখ্যায় স্পেনের চেয়ে এগিয়ে কেবল ইতালি। দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজারও ৭৯৭ এ দাঁড়িয়েছে; একদিন আগেও এ সংখ্যা ছিল ৭২ হাজার ২৪৮।

শনিবার রাতে টেলিভিশনে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের দু’ সপ্তাহের জন্য বাসায় অবস্থান করতে হবে। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।

আগামী ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করবেন তারা।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে ছয় লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে ৩১ হাজার।

আমারসংবাদ/জেআই