Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ভয়াবহ সঙ্কটের মুখে পড়বে বাংলাদেশসহ কয়েকটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২০, ১১:৪০ এএম


ভয়াবহ সঙ্কটের মুখে পড়বে বাংলাদেশসহ কয়েকটি দেশ

প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক দেশই ভুল পথে হাঁটছে। বাংলাদেশসহ এশিয়া মহাদেশের আরও কয়েকটি দেশ এই ভুল সিদ্ধান্তে এগিয়ে রয়েছে।

এমনই সতর্কবার্তা দিলেন ডব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস।

এসময় তিনি আরও জানান, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি এসব দেশ কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে আরও ভয়াবহ সঙ্কটের মুখে পড়তে হবে গোটা বিশ্বকে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাষ্ট্রপুঞ্জের সদর দফতর জেনিভায় এক ভিডিও কনফারেন্সে হু’র প্রধান বলেন, এশিয়ামহাদেশের বিভিন্ন দেশসহ বিশ্বের অনেক দেশই করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে না। আবার কোনও কোনও দেশ এই অতিমারি নিয়ে ভুল পথে হাঁটছে।

এরপরেই হু প্রধানের হুঁশিয়ারি, অতি মহামারি ঠেকাতে যদি প্রাথমিক বিষয়গুলো অনুসরণ না করা হয়, তা হলে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠবে।

এদিকে ওয়াল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন। আর এই পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ১১৪ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ লাখ ৭৯ হাজার ৮৬৩ জন।

আমারসংবাদ/জেডআই