Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ইউপি সদস্যসহ তিন জনের ১০ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০১৯, ০২:০৯ পিএম


ইউপি সদস্যসহ তিন জনের ১০ বছর কারাদণ্ড

ঢাকার সাভার এলাকায় মাদক মামলায় আমিনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শামীম বেপারীসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অপর দুইজন তার সহযোগী নাহিদ ও রফিকুল ইসলাম। অপরদিক অভিযোগ প্রমাণিত না হওয়ায় মেম্বারের অরেক সহযোগী তৌকিরকে খালাস প্রদান করেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাকিলা জেসমিন মিতু বিষয়টি সংবাদিকদের জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে- গত ২০১৭ সালের ১৯ জুন সাভারের অমিনবাজার এলাকায় আসামিরা মাদক বিক্রি করছে বলে এমন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা অভিযান চালায়। এ অভিযানে শামাীম বেপারীর কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, নাহিদ ও রফিকুলের কাছ থেকে ৪ হাজার করে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় সাভার মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক এনায়েত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কেকে/আরআর