Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

সেই ঢাকা, এই ঢাকা!

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৫, ২০১৯, ০৯:৫৬ এএম


সেই ঢাকা, এই ঢাকা!

১৯৬০ সালের ঢাকা। এটি মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের ওয়াপদা ভবনের সামনের সড়ক।ওয়াপদা ভবনের পেছনেই ছিল বিশাল পুকুর। সেই পুকুরে সাঁতরাতেই তখনকার ব্যস্ত সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে এক পাল রাজহাঁস।

লক্ষ্য করে দেখুন, রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ বা লালবাতি নেই। অথচ হাঁসগুলোর পথ নির্বিঘ্ন করতে ট্রাক থেকে শুরু করে রিক্সাগুলো পর্যন্ত থেমে গেছে, নিজ গরজেই।

অথচ আজ ঢাকার সড়কে জেব্রা ক্রসিং আছে, লাল বাতি, হলুদ বাতি আছে, ট্রাফিক পুলিশের পাশাপাশি সার্জেনও আছে। তারপরও একজন বনু আদমের সড়কের ওপাশ থেকে এপাশে আসার নিরাপত্তা নেই।

সড়ক পার হওয়া তো দূরের কথা, গাড়ির অপেক্ষায় স্টপেজে দাঁড়িয়ে থাকার সময়টুকুতেও নিজেকে নিরাপদ ভাবার সুযোগ নেই। যেকোনো মুহূর্তে এই ফুটপাতেই মানুষের ওপর উঠে আসতে পারে কোনো উন্মত্ত প্রতিযোগী বাস।

প্রশ্ন জাগে, আসলেই কি আমরা দিনদিন সভ্য হয়েছি? এই বসবাসঅযোগ্য ঢাকা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আর কতটুকুইবা নিরাপদ আছে?

আবদুল্লাহ আল ফারুক-এর ফেসবুক ওয়াল থেকে

আরআর