Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

বৃষ্টিতে ডুবল রাজধানী, ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০১৯, ১১:৫১ এএম


বৃষ্টিতে ডুবল রাজধানী, ভোগান্তিতে নগরবাসী

বৃহস্পতিবার (৮ আগস্ট) টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে গেছে ছোট-বড় বেশ কয়েকটি সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রাজধানীর বিভিন্ন সড়কে দেখে গেছে- কোথাও হাঁটু পানি, কোথাওবা কোমর পানি। ডুবে যাওয়া এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সড়কে বৃষ্টির ভোগান্তির পাশাপাশি রিক্সা ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের বাড়তি ভাড়ার ভোগান্তিও যোগ হয়েছে যাত্রীদের। 

আগের রাতে থেমে থেমে হলেও বৃহস্পতবিার দুপুর থেকে প্রায় বিরামহীন বৃষ্টি হওয়ায় প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়েও হাঁটু পানি জমে যায়। রাজধানীর মতিঝিল, গুলশান, উত্তরা, ধানমন্ডীসহ গুরুত্ব এলাকার রাস্তায় দেখা গেছে পানির স্রোত। 

অতিবৃষ্টির ফলে ঈদে বাড়ি ফেরা মানুষ, অফিসগামী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের কষ্ট সীমা ছাড়িয়ে যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের উপকূলে সৃষ্ট নিম্নচাপটি মৌসুমি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

নিম্নচাপটি স্থলভাগে উঠে আসায় ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হবে। লঘুচাপ থাকাকালীন সময় পর্যন্ত বাংলাদেশ ও ভারতের উপকূলে এই বৃষ্টি অব্যাহত থাকবে।

এমএআই