Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

আবরার হত্যা, আরও ৩ দিন পর ঐক্যফ্রন্টের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০১৯, ০২:৪৩ পিএম


আবরার হত্যা, আরও ৩ দিন পর ঐক্যফ্রন্টের কর্মসূচি

ছাত্রলীগের পিটুনিতে নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদ স্মরণে রোববার রাজধানীতে শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মতিঝিলে জোটের নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেনের কার্যালয়ে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ কর্মসূচি ঠিক করা হয়।

জানা গেছে, রোববার বিকাল তিনটায় শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে।

বৈঠকে স্টিয়ারিং কমিটির বৈঠকে জোটের শরিক জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, গণস্বাস্থ্য সংস্থার জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, মোশতাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন বুয়েটছাত্র আবরার হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

গত রোববার (৬ অক্টোবর) আবরার ফাহাদকে ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ফেসবুকে ভারতবিরোধী পোস্টের জেরে শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ কয়েকজন মিলে আবরারকে লাঠি ও ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে বলে ইতোমধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে।

আরআর