Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

৫৫০০ আদিবাসীর ইসলাম গ্রহণ

ধর্ম ডেস্ক

অক্টোবর ১২, ২০১৯, ০২:৪১ পিএম


৫৫০০ আদিবাসীর ইসলাম গ্রহণ

১৯৮৯ সাল থেকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের ৫ হাজার ৫০০ জন আদিবাসী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এ খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা ইকনা

সংস্থাটি বলছে, মেক্সিকোর চিয়াপাস রাজ্যের নওমুসলিমদের সংখ্যা গত দশকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কারণ তারা শান্তি ও সহাবস্থানের বার্তাকে স্বাগত জানিয়েছে।

লেবানন, সিরিয়া এমনকি স্পেন থেকে আসা মুসলিম অভিবাসীরা মেক্সিকোতে ইসলাম প্রচারে ব্যাপক অবদান রেখেছে।

মেক্সিকোর অন্যতম একটি মুসলিম কেন্দ্র হচ্ছে চিয়াপাস রাজের দক্ষিণাঞ্চলের ইসলামিক সেন্টার।

তাজুতাজিল নাম প্রসিদ্ধ গোত্রের লোকেরা সেদেশের সান ক্রিস্টোবাল দে লাস কাসাস শহরে বসবাস করে। এই গোত্রের অধিকাংশ নাগরিকই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।

তাজুতাজিল গোত্রের আদিবাসীদের সংখ্যা প্রায় তিল লাখ হবে। এই গোত্রের লোকেরা মধ্যে আমেরিকান প্রাচীন মায়া সাম্রাজ্যের অনুসারী। এই গোত্রটি মধ্য আমেরিকান প্রাচীন মায়া সাম্রাজ্য থেকে সৃষ্টি হয়েছে।

জনসংখ্যার বিচারে বিশ্বের একাদশ বৃহত্তম রাষ্ট্র মেক্সিকো। ১০৯ মিলিয়ন তথা প্রায় ১১ কোটি জনসংখ্যার দেশ মেক্সিকো। প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার আয়তনের দেশটি আমেরিকার পঞ্চম বৃহত্তম রাষ্ট্র এবং বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র।

আরআর