Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

জিম্বাবুয়ে সিরিজই ‘অধিনায়ক মাশরাফি’র শেষ, তবে...

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১১:১৫ এএম


জিম্বাবুয়ে সিরিজই ‘অধিনায়ক মাশরাফি’র শেষ, তবে...

 

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষবারের মত দলনেতা হিসেবে দেখা যেতে পারে মাশরাফি বিন মর্তুজাকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও অধিনায়ক হিসেবেই খেলবেন মাশরাফি। তবে এরপর মাস দেড়েকের মধ্যে ওয়ানডে দলের নতুন নেতৃত্ব খুঁজে নেবেন তারা। অবসর না নিলে মাশরাফিকে তখন দলে জায়গা পেতে হবে পারফরম্যান্স দিয়ে।

শুধুমাত্র ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি। তবে গত সাত মাস ধরে দেশের কোনো ওয়ানডে সিরিজ খেলা না হওয়ায় মাশরাফিকেও মাঠে দেখা যায়নি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই আবারও নতুন করে আলোচনায় নড়াইল এক্সপ্রেস।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ বোর্ডে এসে উপস্থিত হন। সেখানে মাশরাফি ইস্যুতে কথাও বলেন তিনি।

বিসিবি সভাপতি জানালেন, মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকছেন। এবং দলের অধিনায়কত্বও করবেন তিনি। তবে একটি সিদ্ধান্ত হয়ে গেছে-অধিনায়ক মাশরাফির এটাই হবে শেষ সিরিজ।

তবে এই সিরিজেই দেশ সেরা ওয়ানডে অধিনায়কের ক্যারিয়ার শেষ হচ্ছে কিনা সে বিষয়টি পরিষ্কার করেননি নাজমুল হাসান পাপন।

মাশরাফি বিন মর্তুজা খেলাটা চালিয়ে যাচ্ছেন, তবে না চালানোর মতোই।

টি-টোয়েন্টিতে ইতি টেনেছেন। অবসর না নিলেও টেস্টের বাইরে মাশরাফি বিন মর্তুজা ২০০৯ সাল থেকে। এখন শুধু ওয়ানডে ফরমেটটাতেই দেখা যায় তাকে।

আমারসংবাদ/জেআই