Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

রাঙ্গুনিয়া এসএ বয়েজ ক্লাবের চ্যাম্পিয়ন জুনিয়র

জাহেদুর রহমান সোহাগ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১০:০৮ এএম


রাঙ্গুনিয়া এসএ বয়েজ ক্লাবের চ্যাম্পিয়ন জুনিয়র

শেষ ৩ বলে দরকার ৬ রান। আসাদ ব্যাট লাগাতে না পারলেও প্রান্ত বদল করেন আরফাত। দরকার ২ বলে ৬। আরফাত পঞ্চম বল বাউন্ডারিতে পাঠিয়ে কমিয়ে আসে ব্যবধান । প্রয়োজন ১বলে ২। ব্যাট হাতে আরফাত। কিন্তু ডানহাতি পেসার অফ সাইডে চার ফিল্ডার রেখে বল করলেন লেগ সাইডে। তাও আবার ফুলটস। আরফাত ডিপ মিডউইকেট দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে দলকে এনে দেন রোমাঞ্চকর জয়।

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে এস এ বয়েস ক্লাবের আয়োজনে ছাদেকের পাড়া ও আফজলের পাড়া দিবা রাত্রি শর্টফিচ ক্রিকেট টুর্ণামেন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদেও স্মরণে অমর ২১ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। একদিনের এই আয়োজনে এদিন সকালেই ১৬ দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত রক স্টার ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে এস এ বয়েজ ক্লাব জুনিয়র ৭ম আসরের চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংকার ও সংগঠনের সভাপতি এস এম ইদ্রিচ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার অলি আহমদ। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আবুল হাসেম।

সংগঠনের সাধারণ সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইলিয়াস কবির, আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. মুছা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, আনোয়ার হোসেন, ফজলুল ইসলাম সেলিম, মাস্টার জাহাঙ্গীর, ইউপি সদস্য মো. করিম, সাইফুল ইসলাম প্রমুখ।

আমারসংবাদ/এমআর