Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

সারাবিশ্বে আক্রান্ত প্রায় ৮০ লাখ, মৃত্যু ৪৩৫৪৯৬

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২০, ০৪:২৩ এএম


সারাবিশ্বে আক্রান্ত প্রায় ৮০ লাখ, মৃত্যু ৪৩৫৪৯৬

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। এ অদৃশ্য ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বে ১৫ জুন সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৪৯৬ জনে। আর আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৯০ হাজার ১৫১ জন। সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮ হাজার ৫২ জন।

চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৬২ হাজার ১৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৯৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৮৮৯ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৩৮৯ জন।। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন।

এদিকে রোববার পর্যন্ত (১৪ জুন) বাংলাদেশে করোনায় মোট মারা গেছেন এক হাজার ১৭১ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন।

আমারসংবাদ/এআই