Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নেই

প্রিন্ট সংস্করণ॥নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২০, ০৭:৩৬ পিএম


পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে না। হঠাৎ কিছুটা দাম কমলেও কয়েকদিনের ব্যবধানে আবারো দাম বাড়ছে। পেঁয়াজের ভরা মৌসুমে দাম এভাবে ওঠা-নামাকে ভালোভাবে নিচ্ছেন না দেশের সাধারণ মানুষ। সারা দেশে এখন নতুন পেঁয়াজ উঠছে। এজন্য বাজারেও রয়েছে পর্যাপ্ত সরবরাহ। তারপরও হঠাৎ করেই পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ৪০ টাকা। দুদিন আগেও পেঁয়াজের দাম ছিলো কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। গতকাল রাজধানীতে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। পেঁয়াজের বাড়তি দামের সঙ্গে অস্থির করে তুলেছে সবজির দাম। শিম, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শালগমে বাজার ভরপুর থাকলেও বেশিরভাগ সবজির দাম বেশ চড়া। এমনকি সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম বাড়ার ঘটনাও ঘটেছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা যায়। গত বছরের শেষের দিকে ভারত রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এসময় পেঁয়াজের দাম রেকর্ড ২৫০ টাকায় পৌঁছে যায়। তবে দেশি নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমে। নতুন পেঁয়াজ বাজারে আসায় প্রতিকেজি ১০০ টাকার মধ্যে চলে আসে। গত ডিসেম্বরের মাঝামাঝিতে হঠাৎ করেই দেশি নতুন পেঁয়াজ কেজি ১৮০ টাকায় উঠে যায়। পরে কয়েক দফা দাম কমে চলতি মাসের প্রথমদিকে ভালো মানের দেশি পেঁয়াজ কেজি ১০০ টাকায় বিক্রি হয়। প্রায় দুই সপ্তাহ স্থির থাকে পেঁয়াজের দাম। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। পেঁয়াজের দামের বিষয়ে কাওরান বাজারের ব্যবসায়ী আশরাফ আলী বলেন, দাম বেশি হওয়ায় চাষিদের একটি অংশ নির্ধারিত সময়ের আগেই মুড়ি পেঁয়াজ শুরু করে। এতে বাজারে এখন পেঁয়াজের সরবরাহ অনেক কম। ফলে দাম কমার পরিবর্তে বাড়ছে। মালিবাগ হাজীপাড়ায় ব্যবসায়ী শামীম হোসেন বলেন, পেঁয়াজের দাম নিয়ে শুধু ক্রেতারা নয় আমরাও বেশ অস্বস্তিতে আছি। হঠাৎ দাম বাড়ছে আবার কমছে। বাড়তি দামে পেঁয়াজ কিনে আমি দুই দফা লোকসান গুনেছি। এদিকে পেঁয়াজের দাম আবার বাড়ায় বিরক্তি প্রকাশ করছেন ক্রেতারা। তাদের অভিযোগ— সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। বাজারে কার্যকর নজরদারি না থাকায় সিন্ডিকেট চক্র এভাবে দাম বাড়াচ্ছে। খিলগাঁওয়ের বাসিন্দা মোবারক হোসেন বলেন, এখন পেঁয়াজের ভরা মৌসুম। আবার ভারতও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর পরও পেঁয়াজের কেজি ১৫০ টাকা। এটা কিছুতেই স্বাভাবিক না। এখন পেঁয়াজের কেজি ৫০ টাকার নিচে থাকা উচিত। মূলত বাজারে দায়িত্বশীলদের কোনো নজরদারি না থাকায় এভাবে দাম বাড়ছে। রামপুরার বাসিন্দা আজিম হোসেন বলেন, এখন আস্তে আস্তে পেঁয়াজের দাম কমার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে দাম কমার পরিবর্তে উল্টো বাড়ছে। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ১০০ টাকা। এখন সেই পেঁয়াজের কেজি ১৫০ টাকা। শুধু পেঁয়াজ নয়, সব ধরনের সবজির দামও বেশ চড়া। বাজারে গেলে কোনো কিছুর দাম স্বস্তি দিচ্ছে না। আমারসংবাদ/এসটিএমএ