Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

চাটমোহরে শিক্ষক সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২০, ১০:০৫ এএম


চাটমোহরে শিক্ষক সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

করোনা মহামারীতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালে ঘরে বসে থাকা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা কর্মকান্ড পরিচালনার লক্ষে চাটমোহরের তরুণ সংগঠন 'স্টুডেন্টস্ থিয়েটার আর্ট' STA পাঠশালা শিরোনামে 'অনলাইন শিক্ষা কার্যক্রম' শুরু করে।

সেই কার্যক্রমের সমাপনী উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএ জয়েন উদ্দিন স্কুলের ডা. শহীদুল্লাহ্ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে।

'স্টুডেন্টস্ থিয়েটার আর্ট'-এর সভাপতি ইয়ানুর মিথেল'র সভাপতিত্বে ও জান্নাতুল ফেরদৌস পিংকি'র সঞ্চলনায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- চাটমোহর পরিষদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, প্রবীণ শিক্ষক বিজয় ভৌমিক, প্রবীণ শিক্ষক অলোক কুন্ডু, আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, অরবিটল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম. এ. মতিন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে STA পাঠশালা 'অনলাইন শিক্ষা কার্যক্রম' সমাপ্তি উপলক্ষে মূল্যায়ন পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় অংশ গ্রহণকারি শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হয়।

আমারসংবাদ/এমআর