Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘লাল সবুজের সুর’

অক্টোবর ৮, ২০১৬, ০৬:২৫ এএম


১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘লাল সবুজের সুর’

ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় নির্মিত হয়েছে ‘লাল সবুজের সুর’। এতে অভিনয় করেছেন ওমর সানী ও রেসি। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি, আল-মামুন, শহীদুল আলম সাচ্চু, সুব্রত, আবু সাঈদ খান, মাহি, অর্ণব, ঐশী, বাপ্পিসহ এক ঝাঁক শিশুশিল্পী। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সব শ্রেণির মানুষই নিজের অবস্থান থেকে কাজ করেছে। তেমনই তখনকার কিশোরদের ভূমিকাও রয়েছে অনেক বেশি। এই গল্পের সেসব কিশোরদের আত্মত্যাগের বিষয়টা তুলে ধরা হয়েছে।

এরইমধ্যে ছবিটি মুক্তির মিছিলে সামিল হয়েছে। গেল ২৮ সেপ্টেম্বর ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে হাজার বছর ধরে ছবি বানালেও এর কাহিনী শেষ হবে না। আমার মনে হয় মুক্তিযুদ্ধের ছবি আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম শেখাবে। নতুন প্রজন্ম যুদ্ধ দেখেনি, যে কারণে তারা এই ধরনের ছবি দেখে ধারণা করতে পারবে এ দেশ স্বাধীন করতে কত রক্ত দিতে হয়েছে। এগুলো চিন্তা করেই ছবিটি নির্মাণ করেছি। গত ২৮ সেপ্টেম্বর বুধবার ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।’