Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

৩০ বছর পর চ্যাম্পিয়ন, করোনাতেও উল্লাস লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

জুন ২৬, ২০২০, ০৮:৫৫ এএম


৩০ বছর পর চ্যাম্পিয়ন, করোনাতেও উল্লাস লিভারপুলের

 

৩০ বছরের অপেক্ষার অবসান হলো লিভারপুলের। ইয়ুর্গেন ক্লপের লিভারপুল এখন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-১ গোলের হারে ৭ ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল। বুধবার রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। সেই জয়ের পর চ্যাম্পিয়ন হতে বাকি থাকা ৭ ম্যাচে আর ২ পয়েন্ট প্রয়োজন ছিল অল রেডদের।

করোনাভাইরাসের ভয় থাকলেও ৩০ বছর পর শিরোপা জয়ে ভীতি পাশ কাটিয়ে বাঁধভাঙা উদযাপন করেছে লিভারপুলের মানুষ। বৃহস্পতিবার রাতে উৎসবের রঙে লাল হয়েছে লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়াম।

শুধু অ্যানফিল্ড স্টেডিয়ামে বাইরে নয়, হোটেল, পানশালা বা রেস্টুরেন্ট- যে যেখানে খেলা দেখেছে সেটিই রূপ নিয়েছে উৎসবের কেন্দ্র হিসেবে। ত্রিশ বছর ধরে জমানো স্বপ্নের এমন পরিণতির পর করোনাভীতিকে বুড়ো আঙুল দেখিয়ে লোকে লোকারণ্য হয়ে উৎসব হবে- এমনটা যেন অনুমেয়ই ছিল সকলের কাছে।

ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি লিভারপুলের ১৯তম শিরোপা। ১৯৮৯-৯০ সালের পর এই প্রথম।

এদিকে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইংল্যান্ড তথা যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি। তবে অবস্থা ক্রমেই উন্নতির দিকে। আগামী মাসের শুরু থেকে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণাও দেয়া হয়েছে এরই মধ্যে। তবে সেটি ৪ জুলাইয়ের পর থেকে।

আমারসংবাদ/জেআই