Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনাভাইরাস: বন্ধ হচ্ছে সরকারি অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২০, ১০:২২ এএম


করোনাভাইরাস: বন্ধ হচ্ছে সরকারি অফিস-আদালত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ ও হাসপাতাল ছাড়া সরকারের সব অফিস-আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন বলে একটি সূত্রে জানা গেছে।

সরকারের সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক লকডাউন না।

অর্থাৎ মানুষের কাজ থাকবে না। সরকারের পক্ষ থেকে বাসা না বের হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৪৬ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৩২৯ জন। এর মধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩  জন। তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আমারসংবাদ/এআই