Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

কমছে রড ও স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২০, ১২:২৬ পিএম


কমছে রড ও স্বর্ণের দাম

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন তিনি।

বাজেটে রড ও স্বর্ণের কিছুটা শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

রড তৈরির মূল উপাদান স্ক্র্যাপ সরবরাহের ওপর ৫ শতাংশ উৎসে কর ছিল। এটি কমিয়ে ভিত্তিমূল্যের দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে। এতে দাম কমতে পারে।

এছাড়া স্বর্ণের আমদানি শুল্ক কমিয়ে দেয়া হয়েছে। ফলে স্বর্ণের দামও কমছে। একই কারণে দাম কমছে তুলা বীজ, পাম নাটস, রেফ্রিজারেটর শিল্পের স্টিল প্লেটের।

এছাড়াও লাইটিং অ্যারেস্টারেরও (বজ্রপাত থেকে প্রতিরক্ষাকারী পণ্য) দামও কমতে পারে। কারণ এই পণ্যটি আমদানিও ওপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আমারসংবাদ/এআই