Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

করোনা: সন্তানকে বুকে জড়াতে না পেরে কাঁদলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২০, ০৪:৪৮ এএম


করোনা: সন্তানকে বুকে জড়াতে না পেরে কাঁদলেন বাবা!

প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসকরা। তারা সর্বদা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকেন।

এই কারণে অনেক চিকিৎসক ও নার্স এরইমধ্যে চিকিৎসা সেবা দিতে গিয়ে মারাও গেছেন।

এমন পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। আর পরিবারের সুরক্ষার জন্য দূরত্ব স্থাপন করেছেন তাদের সঙ্গে। এমনকি ঘরে ফিরেও নিজেকে পরিবারের সঙ্গে আলাদা রাখতে হচ্ছে চিকিৎসকদের।

সম্প্রতি সৌদি আরবের এক চিকিৎসকের এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

‘মাইক’ নামের একটি টুইটার একাউন্ট থেকে পোস্ট করা ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কাজ সেরে ওই চিকিৎসক ঘরে ঢুকতেই তার ছোট্ট শিশুপুত্র তাকে জড়িয়ে ধরতে ছুটে আসে। কিন্তু করোনার সংক্রমণের ভয়ে তাকে কাছে আসতে বারণ করেন বাবা। এরপর নিজেই কান্নায় ভেঙে পড়েন।

ভিডিওটি দেখে ওই চিকিৎসকের প্রতি সহমর্মিতা যেমন দেখাচ্ছেন সবাই, তেমনই এই কঠিন সময়ে তার ত্যাগের কথা মনে করে অনেকে স্যালুটও জানাচ্ছেন।

আমারসংবাদ/জেডআই