Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

কাউন্টারে শুরু হলো রেলের টিকিট বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২২, ২০২০, ০৩:১৮ পিএম


কাউন্টারে শুরু হলো রেলের টিকিট বিক্রি

কাউন্টারে রেলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামিকাল থেকে বিভিন্ন স্টেশন ও বিভিন্ন এলাকার সাধারণ পরিষেবা কেন্দ্রে (কমন সার্ভিস সেন্টার) টিকিট বিক্রি শুরু হবে।

ভারতের রেলমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘আগামিকাল থেকে গোটা ভারতে ১ লক্ষ ৭০ হাজার কমন সার্ভিস সেন্টার ও কিছু স্টেশনে টিকিট বিক্রি শুরু করা হবে। ভিড় না হওয়া নিশ্চিত করতে নির্দিষ্ট বিধি তৈরি করা হচ্ছে।’’ কয়েক দিনে আরও ট্রেন চালানোর কথা ঘোষণা হবে বলে জানান রেলমন্ত্রী।

অন্যদিকে রাজধানী এক্সপ্রেসের রুটে চলা বিশেষ ট্রেনের টিকিট বেআইনি ভাবে বিক্রির অভিযোগে আইআরসিটিসি-র ৮ এজেন্ট-সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। তাদের থেকে ৬ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের টিকিট উদ্ধার করা হয়েছে।

আমারসংবাদ/কেএস