Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

আজ বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কত?

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২০, ০৩:৪৮ এএম


আজ বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কত?

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

তাদের তথ্যানুযায়ী, করোনায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৮৭ জন। আর মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৫৭৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৫ লাখ ৮২ হাজার ৪২৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

তবে একদিনে যে ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুশি ছিলেন চারটি দেশের।

দেশ চারটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৬১ হাজার ৭১৯ জন, ব্রাজিলে ৩৬ হাজার ৪৭৪ জন, ভারতে ২৭ হাজার ৭৫৫ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৪৯৭ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে।

এদিকে বিশ্বব্যাপী নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় সব দেশের সরকারকে আরো আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও বলছে, মহামারি এই ভাইরাসটির সংক্রমণ বর্তমানে আশঙ্কাজনক হারে ছড়ালেও কঠোর পদক্ষেপ গ্রহণ না করা গেলে এর লাগাম টেনে ধরা অসম্ভব।

আমারসংবাদ/জেডআই