Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনার সব উপসর্গের ওষুধ (ছবিসহ)

আমারসংবাদ ডেস্ক

এপ্রিল ১৭, ২০২০, ০৪:৫১ এএম


করোনার সব উপসর্গের ওষুধ (ছবিসহ)

প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। দিনের পর দিন এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

গতকাল (বৃহস্পতিবার) এই ভাইরাসে একদিনে আক্রান্ত হয়েছে মোট ৩৪১ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৭২ জন।

করোনা এমন একটি ভাইরাস, যেটির কোন চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি পুরো বিশ্বে। তাই এই ভাইরাসে আক্রান্ত হলে অনেকেই জানেন না, কি করবেন?

দেশে এমন অনেকেই আছেন, যারা নিজের মধ্যে এই ভাইরাসের উপসর্গ দেখা দিলে পালিয়ে যান। তবে এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানব সমাজ।

করোনার লক্ষণ

করোনার সাধারণ লক্ষণ মাত্র চারটি

গলা ব্যথা

কাশি

জ্বর

শ্বাসকষ্ট

তবে এর বাইরে চোখের পরিবর্তন আসতে পারে, ডায়রিয়া হতে পারে।

এদিকে করোনার কোন সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি না থাকলেও সম্প্রতি করোনার সব উপসর্গের আলাদা আলাদা ওষুধের নাম দিয়েছে দেশের অন্যতম চিকিৎসা কেন্দ্র ইবনে সিনা।

সেখানে বলা হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের রোগীরা হোম কোয়ারেন্টাইনে থাকুন। হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুঁকির মুখে ফেলার কোন প্রয়োজন নেই।

ইবনে সিনার চিকিৎসা পদ্ধতি

উপদেশ:

ঘরে অবস্থান করুন

প্রচুর পানি পান করুন

সবুজ ফলমূল খান

মাস্ক ব্যবহার করুন

হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন

পরিষ্কার - পরিচ্ছন্নতা বজায় রাখুন

ঘরে বসেই ফ্রেশ জুস পান করুন

এসবে এমনিতেই সেরে যাবে করোনা। রোগ যাতে অন্যত্র না ছড়ায় সেদিকে খেয়াল রাখুন, নিজেই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।

আমারসংবাদ/জেডআই