Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

আলোর সৌরভ

দীলতাজ রহমান

জুন ৫, ২০১৯, ০৯:৩৭ পিএম


আলোর সৌরভ

ভবন নির্মাণের কাজ শেষ হতেই ক্রেতারা দুদ্দাড় করে যার যার ফ্ল্যাট দখল নিতে শুরু করে। তখনো সবার ওঠানামার হুলুস্থুল। এর ভেতর লিফটের সামনেই দেখা হয়ে গেলো শামসের সাথে শাওনের। তাও আবার দুজনেই সেখানে সস্ত্রীক। আর সেটাই বড় কথা!

নামের আদ্যাক্ষরের মিল মেসজীবনে দশজন মেসমেটের ভেতর ওদের দুজনকে ঘনিষ্ঠ করে রেখেছিল। তারই জের ধরে, সঙ্গতি বাড়লে তারা দুজনে একসাথে বসবাসের জন্য একটি রুম খুঁজতেই পেয়ে যায় এক বহুতল ভবনের নতুন চিলেকোঠা! সুখে শান্তিতে বছরখানেক বসবাসের ভেতর এক ছুটির দিনে লোপা নামের কলেজপড়ুয়া একমেয়ে এসে ওঠে শাওনের কাছে। শাওন তখন চিলেকোঠায় ছিলো না। ছিলো শামস একা। লোপার বিষণ্ন মুখ দেখে তার আগমনের কারণ শামস বুঝতে পারে। কারণ শাওন একবার বলেছিল, গ্রামে পাশের বাড়ির একমেয়ের সাথে তার সম্পর্ক বেশ কিছুদূর গড়িয়েছিল। কিন্তু ভিন্নধর্মের মেয়ে, পারিবারিক সচ্ছলতাও শাওনদের চেয়ে কম হওয়াতে শাওনের অবস্থাপন্ন কৃষিজীবী মা-বাবার আপত্তি তো আছেই, কিন্তু সে নিজে থেকেও ভাবছে, ও বিয়ে করবে না। ঢাকাতেই বাড়িগাড়ি আছে এখন সে এরকম কাউকে খুঁজছে...।

শাওন-শামস্ দুজনেই দুটি জেলাশহর থেকে এসে প্রাইভেট এক ইউনিভার্সিটিতে এমবিএ করছে। তারা দুজনেই বাবার টাকায় লেখাপড়া করেছে। ভার্সিটিজীবনের শেষের দিকে নিজেরা কিছু রোজগার করা শিখলে সেই তারা চিলেকোঠায় উঠেছিল।

লোপা শাওনের জন্য অপেক্ষা করছে। কিন্তু ভদ্র-আদর্শবাদী পরিবারের সন্তান শামস কারো উপকার করার মনেবৃত্তি নিয়ে আগবাড়িয়েই বলতে থাকে,আপনার কথা আমি শুনেছি শাওনের কাছ থেকে...।

শামসের কথা শেষ না হতেই লোপা বিমর্ষভাব কাটিয়ে উৎফুল্ল হয়ে বলে, তাই!

শামস একটু চটা মেজাজেই বলে ওঠে, উৎফুল্ল হবেন না। ও আপনাকে বিয়ে করতে পারবে না, সেটাই শুনেছি...।

শামসের কথায় হাউমাউ করে কেঁদে ওঠে লোপা। সে বলতে থাকে, গ্রামের মানুষ ওর সাথে আমার সম্পর্কের কথা জেনে গেছে। শাওনের মা-বাবাই যা নয়, তাই চাউর করেছে। এখন আমরা খুব ছোট হয়ে যাবো। আর এরকম অসম বিয়ে যে হচ্ছে না, তা কিন্তু নয়! বিশ্বাস করেন আমি আর গ্রামে ঢুকতে পারব না! 

শামস এতে খুব রেগে যায়! বলে, আচ্ছা, একজনের সাথে ঘনিষ্ঠতা ছিল, এখন সে যদি রক্ষা করতে না চায় তার গায়ে পড়ে রক্ষা করবেন? তারচেয়ে ভালো হয় না, লেখাপড়াটা চালিয়ে গেলে? নিজে চাকরিবাকরি করুন, তখন শাওনের মতো পাত্রের আপনার অভাব হবে না!

কিন্তু আমার মা-বাবা যে মানতে চাইবেন না! আমাকে মেরেই ফেলবেন। কারণ আমি তাদের অবাধ্য হয়েছি। বাবার ইচ্ছে আমাকে অনেক লেখাপড়া করাবেন। কিন্তু লেখাপড়াতে মনোযোগী হতে পারিনি!

এবার থেকে মনোযোগী হোন। এখন মেয়েদের লেখাপড়া করাতে কেউ পিছপা হয় না!

শাওন যদি অন্যখানে বিয়ে করে, আমার কথা বাদ দেন, আমার মা-বাবা কত ছোট হয়ে যাবে। বাবা গ্রামে হাইস্কুলের মাস্টার...।

আপনি ঢাকাতেই থাকেন। আমি কিছু মেয়ের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো। আমার ছোটবোনও তাদের একজন। ওদের সাথে ঢাকাতে থেকে লেখাপড়া করেন। মাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে প্রতিমাসে কিছু টাকা আনেন।

লোপা সেদিন চলে গেলে, শামস বিদ্রোহী হয়ে ওঠে। একটি আদর্শহীন মানুষের সাথে পাশাপাশি খাটে শুতে, ভাব বিনিময় করতে, সময় কাটাতে সর্বোপরি বন্ধু ভাবতে গা ঘিনঘিন করছিলো।

একটি মেয়েকে কুলহীন করে, নিজে এত আশায় বুক বাঁধতে যে পারে, তাকে মানুষ মনে হয় না শামসের! হঠাৎই শাওনকে শামস সেদিন রাতেই বলেছিল, তুই একজন পার্টনার খুঁজে নে। আমি কাল সকালেই চলে যাবো। তবে পুরো মাসের টাকা দিয়ে যাব।

চিলেকোঠা থেকে বেরিয়ে কেন শামস আবার পুরনো মেসে, পুরনো বন্ধুদের কাছে ফিরে গেছিল, শাওন কেন, বন্ধুরা কেউ এর কারণটি কোনোদিন খুঁজে পায়নি।

যথাসময়ে শামসের চাকরি হয়ে যায়। ক’কছর পার হতে পরিবারের দায়দায়িত্বগুলোও শেষ হয়ে যায়। নতুন জয়েন করা ক’জন অফিসারের সাথে একদিন লোপাকে দেখে চমকে যায় শামস। পুরনো পরিচয়টি আন্তরিক হয়ে উঠতেই শামস্ই লোপাকে প্রস্তাব দেয়, মা-বাবা তাদের ছেলের জন্য বউ খুঁজছেন, আমি কি আপনার কথা বলতে পারি?

শাওন সেই পুরনো পরিচয়ের জের ধরে লিফটের সামনে থেকে শামসকে একটু টেনে সরিয়ে ফিসফিস করে বলল, লোপার সাথে তোর পরিচয় কী করে? যাকে আমি বিয়ে করিনি! আর তোরা এখানেই বা এলি কী করে?

শামস যতটা শান্ত নয়, তার থেকে শান্তস্বরে বলল, লোপাকে তুই বিয়ে করিসনি, তুই ওকে চিনতে পারিসনি তাই! আর ও এখন লোপা শামস। অন্যের স্ত্রীর নামটি অবশ্যই ঠিকঠাক উচ্চারণ করিস। আর এখানে আমরা দুটো ফ্ল্যাট এক করে নিয়েছি। আমার মা-বাবা, দু’টি বোন আমার সাথেই আছেন।

শাওনের গাট্টাগোট্টা সুন্দরী স্ত্রীর দিকে একবার তাকিয়ে স্মিতহাস্যে বলল, একই ভবনে আছি যখন, না চাইলেও এরকম হরহামেশা দেখা হয়েই যাবে!

শাওনের হাত থেকে শামস নিজের হাত ছাড়িয়ে লোপার পাশে এসে দাঁড়াল। তারপর এতক্ষণের ভাবলেশহীন চোখে গাঢ় অনুভূতি এনে যেন ডুবোচরে হাবুডুবু খাওয়া লোপাকে বলল, লিফটে ওরা আগে যাক আমরা পরে...। আর শোনো, তোমার এই সাজগোজহীন, চটপটে, অকপটভাবটিই কিন্তু আমাকে মুগ্ধ করেছিল, সেটি হারালে চলবে না! ওকে দেখলে তুমি না চেনার ভান করো না। চেন এমন দৃষ্টিতেই তাকাইও। তাতেই ওর রাতের ঘুম হারাম হয়ে যাবে...।’

শামসের এইসব কথার পর লোপা শুধু তার স্বামীর চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাল।

এসএস