Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪,

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২০, ০৩:২৫ এএম


করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে আট লাখ।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ১২ হাজার ৪২৮ জন।

এর পরে রয়েছে স্পেন, দেশটিতে এই পর্যন্ত মারা গেছে ৮ হাজার ২৬৯ জন।

বৈশ্বিক মহামারীতে রূপ নেয়া করোনাভাইরাসে এক মাসের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে ৪২ হাজার ১৫১। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮হাজার ৬৭৪ জন।

চীনে এই ভাইরাস সংক্রমণের পর বিপর্যস্ত করে তোলে ইতালি ও স্পেনকে।

ফলে ইউরোপকে মহামারীর কেন্দ্রভূমি আখ্যায়িত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিন্তু আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে এখন নতুন কেন্দ্রভূমি হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এই ভাইরাসের উৎসভূমি চীনকে।

সিএনএন মঙ্গলবার রাতে কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৫৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে।

এর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেল চীনকে, উৎসভূমিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫ জন।

এক মাস আগে যেখানে যুক্তরাষ্ট্রে রোগী ছিলই না, সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৩০৮, যা বিশ্বে সর্বোচ্চ।

দেশটিকে গত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি নতুন রোগী ধরা পড়েছে।

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৭৫ হয়েছে, মারা গেছে ২৬ জন।

ভারতে মৃতের সংখ্যা এই অঞ্চলে সর্বোচ্চ ৩৫ জন হলেও আক্রান্ত ১ হাজার ৩৯৭ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

আমারসংবাদ/এআই