Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ভোট না দিলে জরিমানা ১৫০০০ টাকা! (ভিডিও)

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৪:০১ পিএম


ভোট না দিলে জরিমানা ১৫০০০ টাকা! (ভিডিও) সম্প্রতি ঢাকা সিটি নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন নিয়ে এখনো চলছে আলোচনা, সমালোচনা ও বিভিন্ন সমীকরণ। ঢাকায় মোট ভোটার সংখ্যা ৫৪ লাখের বেশি থাকলেও ভোট দিয়েছে খুবই কম মানুষ। % হিসাবে মোট ভোট পড়েছে ৩০ % এর কম অতচ ঢাকাতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৪ লাখের ও বেশি। তাহলে স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে এত ভোটার গেল কোথায়। বা ভোটাররা কেন ভোট দিতে গেল না- এই প্রশ্নের উত্তরে এক মন্ত্রী বলেছেন- যারা ভোট দিতে আসেনি তারা বাসায় কোরমা- পোলাও খেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, শুক্রবার শনিবার। ইয়াং জেনারেশন একটু দেরিতে উঠে। এদিকে নির্বাচন কমিশনের সচিব বলেছেন ফেসবুক নিযে ব্যস্ত থাকায় ভোটার কম ছিল । আর বুদ্ধিজীবীরা বলেছেন গবেষণা করতে হবে। অবশ্যই গবেষণা করতে হবে ভোটাররা কেন ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলছে- এই উপলদ্ধি থেকে দেশ অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ১৮ বছরের প্রতিটি নাগরিককে ভোটের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আর এই আইন সবার জন্য বাধ্যতামূলক। শুধু তাই নয়, ভোটারদের ফেডারেল নির্বাচনে অংশগ্রহণ করাটাও বাধ্যতামূলক করেছে সেদেশের সরকার। যদি কোনো কারণে কোনো ভোটার কেন্দ্রে উপস্থিত থাকতে না পারেন তবে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। আর এটাই সেখানকার রীতি। এ জরিমানার পরিমাণ নির্ধারণ হয় ১৫ থেকে ২০ ডলার পর্যন্ত। জরিমানার অর্থ কোনো নাগরিক যদি দিতে ব্যর্থ হন তবে তার জন্য অপেক্ষা করে আরও বড় ধরনের মাশুল। জরিমানাটা আরও বেড়ে দাঁড়ায় ১৮০ ডলারে। আর এটি তখন দুর্নীতির দায় হিসেবে গণ্য করা হয়। ভবিষ্যতে হয়তো আমাদের দেশে ভোটারদের জন্য এরকম আইন করতে হবে ; ভোট না দিলে গুনতে হবে জরিমানা- জনপ্রতি ১৫০০০ হাজার টাকা। আমারসংবাদ/জেআই