Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

চাঁপইনবাবগঞ্জে ৫৬ নারীর মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০১৯, ১২:২৯ পিএম


চাঁপইনবাবগঞ্জে ৫৬ নারীর মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৫৬ নারীর মাঝে সাড়ে ১২ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। রোববার ( ২৪ নভেম্বর) বিকালে সদর উজেলা সমাজ সেবা কার্যালয়ের পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় বিভিন্ন ইউনিয়নের এসব নারীদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন। বক্তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আপনাদের সুদমুক্ত ঋণের টাকা দেয়া হলো, আপনারা তা যথাযথভাবে কাজে লাগাবেন। তাহলে পরবর্তীতে আবারো টাকা পাবেন। কোনোভাবেই এই টাকা নষ্ট করবেন না। মনে রাখবেন আপনাদের কর্মসংস্থান সৃষ্টির জন্যই এই ঋণ দেয়া হলো। কেএস