Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনাভাইরাস: জাকিরের বৌভাত অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২০, ১১:১২ এএম


করোনাভাইরাস: জাকিরের বৌভাত অনুষ্ঠান স্থগিত

বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বৌভাত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জাকির।

তাতে উল্লেখ করেন, বর্তমানে সারাবিশ্বের মতো আমাদের প্রিয় মাতৃভূমিও করোনাভাইরাসে আক্রান্ত।

এর ফলে সর্বস্তরের মানুষ অতি উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছে। মূলত ভাইরাসটি সংক্রমিত হয় মানুষের সংস্পর্শে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যথাসম্ভব গণজমায়েত ও ভিড় এড়িয়ে চলতে। দেশের এমন পরিস্থিতিতে আমি এরকম অনুষ্ঠান করতে পারি না।

তাই ৪ এপ্রিলের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সবাই সচেতনতা অবলম্বন করুন। জনসমাগমস্থল এড়িয়ে চলুন।

বার বার হাত ধোন। স্বাস্থ্য বিভাগের দেয়া প্রতিরোধ ব্যবস্থা মেনে চলুন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে উৎসাহী করুন।

উল্লেখ্য, গেলো মাসে পারিবারিকভাবে বিয়ে করেন এস এম জাকির হোসাইন। তার স্ত্রীর নাম সুমাইয়া আক্তার সামিয়া।

সামিয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারার মেয়ে।

ওই ইউনিয়নের কামিনীগঞ্জ গ্রামে তার বাড়ি। অন্যদিকে, জাকিরের গ্রামের বাড়ি জুড়ীর পূর্ব গোয়ালবাড়িতে।

আমারসংবাদ/এআই