Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ফটিকছড়ির স্বেচ্ছাসেবক লীগের রাশেদ কামাল আটক

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

নভেম্বর ১৩, ২০১৯, ০৯:০৯ এএম


ফটিকছড়ির স্বেচ্ছাসেবক লীগের রাশেদ কামাল আটক নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে আলোচিত- সমালোচিত ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামালকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নানুপুর বাজার থেকে তাকে আটক করা হয়। রাশেদ কামালের ছোট ভাই মো. সাহেদ জানান, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানুপুর বাজারের দক্ষিণে সাইম কমিউনিটি সেন্টারের সামনের অনুষ্ঠানের আয়োজন ছিল। কিন্তু কেক কাটার পূর্বমুহূর্তে আমার ভাইকে শত শত লোকের সামনে থেকে ৬/৭ জনের ডিবি পুলিশের একটি টিম আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার ফটিকছড়িতে ডিবি পুলিশ আসার বিষয়টি নিশ্চিত করলেও রাশেদ কামালকে আটক করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে, রাশেদ কামালকে গ্রেপ্তারের প্রতিবাদে নানুপুর বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী। জানাগেছে, গত ১ নভেম্বর রাতে উপজেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদকে তাঁর মৎস্য প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে উপজেলার লেলাং ইউপির চাড়ালিয়া হাট এলাকায় কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার ২দিন পর হামলার শিকার মো. মোস্তাক আহমেদ বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদ কামালকে প্রধান আসামি এবং আরো ছয় জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে। এতে অজ্ঞাত আরো নয় জনকে আসামি করা হয়। এ ঘটনার জের ধরে রাশেদ কামালকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমআর