Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনাভাইরাস: যে পরামর্শ দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ১৬, ২০২০, ০৮:১৩ এএম


করোনাভাইরাস: যে পরামর্শ দিলেন সাকিব

করোনাভাইরাস আতঙ্ক এখন পুরো বিশ্বজুড়ে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমিত হয়ে প্রায় বিশ্বের ১৫৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

তবে এ ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি প্রয়োজন সচেতনতা, নিরাপদ ও ইতিবাচক থাকা। এবার তেমনই থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এবার করোনার প্রাদুর্ভাব রুখতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু পরামর্শ দিয়েছেন সাকিব।

তিনি লিখেছেন, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন সাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।

সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৬৭ হাজার পাঁচশ ৬৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় হাজার চারশ ৫৫ জনের।

আমারসংবাদ/জেডআই