Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

মায়ের ফোনে আবেগাপ্লুত মম

বিনোদন প্রতিবেদক

জুলাই ৮, ২০২০, ১২:৩৭ পিএম


মায়ের ফোনে আবেগাপ্লুত মম

একযুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনয় জীবনের শুরু থেকেই মমকে ভালো ভালো গল্পের নাটক/টেলিফিল্মে অভিনয়ের জন্য তার মা ফোন দিয়ে অনুপ্রাণিত করতেন, অভিনয়ের প্রশংসা করতেন। কিন্তু বিগত বেশ কিছুদিন যাবত মায়ের কাছ থেকে পেশাগত কাজের ব্যাপারে অনুপ্রেরণা দেয়া কিংবা কোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা আসা যেন অনেকটাই কমে যায়।

কিন্তু গেলো ৩ জুলাই এনটিভিতে চয়নিকা চৌধুরীর ৪০০তম নাটক ‘গল্প নয়’ প্রচারের পর সেই নাটকটি মমর মা দেখেন। নাটকটির গল্প এবং এতে মমর অভিনয়ে ভীষণ আবেগী হয়ে উঠেছিলেন মমর মা। মায়ের কাছ থেকে ‘গল্প নয়’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসা শুনে মম প্রায় কেঁদেই ফেলেছিলেন।

মম বলেন, সত্যি বলতে কী আগে আম্মু আমার প্রায় প্রতিটি কাজই দেখার চেষ্টা করতেন। আব্বুও ঠিক তাই। কিন্তু এখন গল্পে ভিন্নতা না থাকায় আম্মু নাটক দেখার প্রতি তেমন আগ্রহ পান না। যে কারণে আম্মু ফোন করলেও জীবনের গল্প নিয়ে কথা হলেও নাটক বা অভিনয় সংক্রান্ত তেমন কোন কথাই হয় না। কিন্তু গল্প নয় নাটকটি প্রচারের পর আম্মু আমাকে ফোন করে অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। অনেকদিন পর আমার অভিনীত নাটক তাকে ভীষণ আবেগী করে তুলেছিলেন। আব্বুও নাটকটি প্রসঙ্গে আমার সঙ্গে কথা বলেছেন।

‘আম্মু আর আব্বুর কাছ থেকে দীর্ঘদিন পর কোন নাটকের ব্যাপারে এতোটা ভালোলাগার কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছিলো।’

ধন্যবাদ চয়নিকা দিদিকে আমাকে এমন সময়ে এমন অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকেও অনেক সাড়া পাচ্ছি। করোনার মধ্যে অনেক রিস্ক নিয়ে, অনেক কষ্ট করে কাজটি করলেও দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করে অনুপ্রাণিত হচ্ছি আরো ভালো গল্পের নাটকে কাজ করার।

আমারসংবাদ/কেএস